পাবনায় লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
পাবনার আতাইকুলা উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বাণিজ্যিকভিত্তিতে চাষ করা এক কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক পরিবার।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া রেলওয়ে স্টেশন এলাকার কৃষক রাশেদ খানের জমিতে এ ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসারে স্বচ্ছলতা আনতে রেলওয়ের পতিত এক বিঘা জমিতে অনেক স্বপ্ন নিয়ে কয়েক মাস আগে বাণিজ্যিকভাবে লাউয়ের চারা রোপণ করেন কৃষক রাশেদ। অনেক পরিশ্রম করে গাছগুলোকে লাউ ধরার উপযোগী করেন তিনি। প্রতিদিনের ন্যায় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে লাউক্ষেতে লাউ সংগ্রহ করতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন সবগুলো লাউ গাছের গোড়া কাটা রয়েছে। এ সময় তিনি থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী কৃষক রাশেদ খান বলেন, ‘আমার সব স্বপ্ন ভেঙে গেছে। পুরো নিঃস্ব হয়ে গেলাম।’ যারা এ কাজ করেছে তাদের শাস্তি দাবী করেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিদিন ক্ষেত থেকে ৩০-৪০টি লাউ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। গাছগুলোতে এখনো শত শত লাউ ধরে আছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে, তা না দেখলে বিশ্বাস হবে না। থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।
এলাকার কৃষক ইকবাল হোসেন বলেন, রেলওয়ের পতিত জমিতে রাশেদ বিভিন্ন সবজি আবাদ করে আসছে। কয়েকমাস আগে জমিতে লাউয়ের চারা রোপণ করা হয়। এখন জমিতে শত শত লাউ ধরে আছে। এখানের সবজি এলাকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে থাকে। এখন সব শেষ। দোষীদের শাস্তি হওয়া দরকার।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা বলেন, ‘ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন