পাবনার আটঘরিয়ায় জাতীয় যুব দিবস পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/News-Photo-4.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়ায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাংবাদিক আব্দুস সাত্তার মিয়া, সাংবাদিক ও প্রধান শিক্ষক জিল্লুর রহমান প্রমুখ।
যুবকদের মাঝে বক্তব্য রাখেন ইমরান হোসেন, ইয়াকুব আলী। আলোচনা সভা শেষে তিনজন যুবকের মাঝে বিভিন্ন খাতে ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন