পাবনার ঈশ্বরদীতে অনুমতি ছাড়া চলছে ৩৮টি ইটভাটা!
পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে বিভিন্ন জায়গায় যত্রতত্রভাবে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। শুধু উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নেই রয়েছে ৩৮টি অবৈধ ইটেরভাটা। অধিকাংশ ইটভাটায় কোনো নিয়মনীতি মেনে চলছে না। অধিকাংশ ইটভাটা গড়ে উঠেছে গ্রামের ফসলি জমিতে, ফলে পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈশ্বরদী উপজেলার ১২ কি. দূরে লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী বিলকেদার, কামালপুর, দাদাপুর জুড়ে রয়েছে ৩৮টি অবৈধ ইটভাটা। ইটভাটা নির্মাণে উদ্যোক্তারা কোনো সরকারি আইনের তোয়াক্কা করছে না। ইটভাটায় ব্যবহার করা হচ্ছে নি¤œমানের কয়লা, তৈল জাতীয় পদার্থ, গাছের গুঁড়ি।
আবার কেউ কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশিরভাগ ইটভাটায় জ্বালানী হিসাবে গাছপালা কেটে ব্যবহার করছে। আর গাছপালা কেটে ইটভাটা পোড়ানোর জন্য একদিকে ধ্বংস হচ্ছে বনাঞ্চল।
অন্যদিকে, মারাত্মক হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ। ইটভাটার কলো ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট, সর্দিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
লক্ষীকুন্ডা ইউনিয়নে কয়েকটি ইটভাটা ও এলাকা ঘুরে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চরের ফসলি জমিতে এসব ইটভাটা নির্মিত হয়েছে। ভাটা নির্মাণে যে উচ্চতায় চিমনি ব্যবহার করা দরকার, বাস্তবে ভাটা মালিক তা না মেনেই ব্যবসা পরিচালনা করছেন। ইটভাটায় জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে গাছের গুঁড়ি ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগ ভাটা মালিকরা পদ্মার চরের অনাবাদী জমি, (যে জমিতে ফসলি না) সেখান থেকে ট্রাকে মাটি এনে অবৈধ ইটভাটায় ব্যবহার করছেন।
ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয় জানান, লক্ষীকুন্ডা ইউনিয়নে যে ভাটাগুলো রয়েছে, তা পুরোনো ছাড়পত্র নিয়ে চলছে। নতুনভাবে কোনো অনুমতি ভাটা মালিকদের দেয়নি। কারণ ২০২৫ সালের মধ্যে সরকারি স্থাপনায় ইটের পরিবর্তে ব্লক ইট তৈরির নির্দেশনা আসছে। কিছুদিনের মধ্যে একটিও অবৈধ ইটভাটা আর থাকবে না।
লক্ষীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিস-উর-রহমান শরীফ জানান, লক্ষীকুন্ডায় যতোগুলো ইটভাটা রয়েছে, সবগুলোই অবৈধ! কোনো বৈধতা নাই! আমি কোনো অন্যায় কাজ আশ্রয়-প্রশ্রয় দেব না বলে, কেউ কেউ পরিষদে আসে না। ইউনিয়ন পরিষদে কোনো ট্যাক্স-ভ্যাট দেয় না, এ ইউনিয়ন পরিষদ থেকে কোনো অনুমতি নেয়নি কেউ!
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরুল কায়েস জানান, ঈশ্বরদী উপজেলার অবৈধ ইটভাটা মালিকদের সতর্ক করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে লক্ষীকুন্ডার দুইটি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা করা হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন