পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগ ও বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ
পাবনার ঈশ্বরদী পৌর শহরের পিয়ারপুর এলাকায় নৌকার প্রচারণার সময় বিএনপি’র নেতার্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতকার্মীদের সঙ্গে বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। এছাড়া তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশব জানান, সকালে পিয়ারপুর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা নৌকার প্রচারণা চালাচ্ছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় ভোট বিরোধী লিফলেট বিতরণ করে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে বিএনপি’র লোকজন পালিয়ে যায়। পরে তারা প্রস্তুতি নিয়ে পিয়ারপুরে ছাত্রলীগ অফিসে হামলা চালায়। এসময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ বিষয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, আমরা জেনেছি নাশকতার পরিকল্পনায় বিএনপি পিয়ারপুর মোড়ে ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের নমুনা ও তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছি। এলাকায় পুলিশী টহল জোরদার করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন