পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু কেড়ে নিল বীর মুক্তিযোদ্ধা প্রাণ: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনার ঈশ্বরদীতে এবার ডেঙ্গু কেড়ে নিল বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল ইসলামের (৭০) প্রাণ। গতকাল শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মিরপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ঈশ্বরদীর পাকুড়িয়া স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও এই অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা ছিলেন।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনোয়ারুল ইসলামের জ্বর ও শ্বাসকস্ট হলে তাকে প্রথমে ঈশ্বরদী ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক পরীক্ষা করে তাঁর শরীরে ডেঙ্গু সনাক্ত হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঢাকার মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে যান।

আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে পাকুড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে এমপি মার্কেট সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের বড় ভাই পাকশীর অন্যতম জেষ্ঠ শিক্ষাবিদ গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শামসুল ইসলাম দুই সপ্তাহ আগে গত ৭ অক্টোবর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁরা দুজনই বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদের ভাই।