পাবনার ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রীজের নিচে ভাঙ্গন!
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা নদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলমনহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
বুধবার (১০ আগস্ট) দুপুরে হার্ডিঞ্জ ব্রীজ এলাকা পরিদর্শন সময় তার সঙ্গে ছিলেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজাসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরিদর্শন শেষে প্রকৌশলী কোহিনুর আলম বলেন, ভূমিকম্প ও প্রাকৃতিক সকল দুর্যোগ মোকাবেলা করে শত বছরেরও বেশী বছর ধরে ঠিকে আছে এই হার্ডিঞ্জ ব্রীজ। পদ্মা অত্যন্ত খরস্রোতা নদী। এই নদীতে প্রবাহিত পানির পরিমাণ বেশি থাকায় নদীর বালু চরের পাড় ভাঙছে, তবে এ বালুচর ভাঙলেও ব্রীজের কোন ধরনের ক্ষতি হবার সম্ভাবনা নেই। নদীর গভীরতা ও প্রশস্থতা এবং তলদেশে মাটির ধরণ এসব কিছুর পরীক্ষা-নিরীক্ষা করেই এ নদীর উপর নির্মাণ করা হয়েছে এই হাডিংঞ্জ ব্রীজ।
গত ৫ ও ৬ আগস্ট দৈনিক পত্রিকার অনলাইন এবং প্রিন্টে ‘পদ্মায় পানি বৃদ্ধি, হার্ডিঞ্জ ব্রীজের নিচে ভাঙ্গন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে হার্ডিঞ্জ ব্রীজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কোহিনুর আলম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন