পাবনার চাটমোহরে স্বামী পরিত্যক্তা নারী ধর্ষণের শিকার
পাবনার চাটমোহরে স্বামী পরিত্যক্তা এক নারী ধর্ষণের শিকার। চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন ঐ ভুক্তভোগী নারী। বুধবার (১৩ মার্চ) ওই নারী থানায় মামলাটি দায়ের করেন।
ধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রামে মাঠের মধ্যে। নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের ছানোয়ার হোসেনের স্বামী পরিত্যক্তা মেয়ে (৩২) থানায় লিখিত এজাহারে উল্লেখ করেছেন, একই গ্রামের বজলুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫) ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো। এরই এক পর্যায়ে গত ১২ মার্চ দুপুরে ফারুক হোসেন ওই নারীকে প্রলোভন দিয়ে পাশের বরদানগর গ্রামে মাঠের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা জানান, এ বিষয়ে বুধবার মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন