পাবনার চাটমোহরের ছাইকোলা কাঁচাবাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা কাঁচাবাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোররাত ৪টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্থরা বলেন, মঙ্গলবার ভোরে ছাইকোলা কাঁচাবাজার সুরুজ্জলের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে আতিকের দোকান, গোলাম মোস্তফার দোকান, নুর আলমের দোকান ও আনিসুর
এ বিষয়ে দোকান মালিকেরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাঁদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, খবর পেয়ে ইউপি চেয়ারম্যানকে তালিকা দিতে বলেছি। ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন