পাবনার বেড়ায় প্রাইমারি স্কুলের ৩ শিক্ষক করোনাক্রান্ত: স্কুল বন্ধ ঘোঘণা!
পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট-সংলগ্ন রাজ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোভিড-১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২), মহব্বত আলী (৩৫) ও ইফফার আরা (৩৮)।
রাজ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন জানান, ১৪ নভেম্বর করোনা টেস্ট করে শামীমা পারভীনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে ১৬ নভেম্বর স্কুলের বাকি ৭ জন শিক্ষক টেস্ট করতে গেলে আরও ২জন শিক্ষক মহব্বত আলী ও ইফফাত আরার পজেটিভ রিপোর্ট আসে।
এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। তাই উপজেলা শিক্ষা অফিসের নির্দেশনায় স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরও করোনা আক্রান্ত হওয়া দুঃখজনক।
স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তারের অভিভাবক মিরা আক্তার বলেন, শিক্ষকদের করোনা পজিটিভ খবর জানাজানি হলে সন্তানকে স্কুলে যেতে নিষেধ করি। আমরা ছেলে মেয়েদের শিক্ষা নিয়ে উৎকণ্ঠার মধ্য দিন পার করছি।
করোনা আক্রান্ত শিক্ষিকা শামীমা আক্তার বলেন, করোনা টেস্টে রেজাল্ট পজেটিভ আসলে ছুটি নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছি। এখন শারীরিকভাবে কিছুটা ভালো লাগছে।
শিক্ষক-ছাত্রদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের কথা জানান তিনি।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
সবাই সুস্থ না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান জানান, ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরে তারা বিদ্যালয়ে ছুটির আবেদন করেছিল। আপাতত স্কুল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, স্কুলের ৮ জন শিক্ষকের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পর্যাপ্ত শিক্ষক থাকায় বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ করা ঠিক হবে না। নির্দেশনা দেওয়া আছে যেই করোনা আক্রান্ত হোক তিনি যেন স্কুলে না আসেন। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে তাদের। দ্রæত স্কুল খুলে দেওয়া হবে।
পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, ৩ শিক্ষকের করোনা আক্রান্ত হওয়া আমরা অবগত হয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন