পাবনার ভাঙ্গুড়ায় বৃদ্ধা শাশুড়িকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/11/Polish_20211117_203202128.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার ভাঙ্গুড়ায় বাড়িতে ডেকে নিয়ে গিয়ে বৃদ্ধা শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একমাত্র মেয়ে জামাই রবিউল করিমের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে ওই বৃদ্ধা ভাঙ্গুড়াউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে উপজেলার খানমরিচ ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা আইরুন খাতুন (৬০) উপজেলার একই ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের মা। এদিকে আজ বুধবার (১৭ নভেম্বর) এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযুক্ত রবিউল করিমের বোন রেবেকা খাতুনকে (৩২) আটক করেছে।
নিহতের ছেলে আবু শামা অভিযোগ করেন, বছর চারেক আগে তাঁর বোন আদুরীর সাথে রবিউলের বিয়ে হয়। স্ত্রী- সন্তান নিয়ে শশুর বাড়িতেই থাকতেন রবিউল। মাস খানেক হলো রবিউল আর আদুরীর মধ্যে সম্পর্কের অবনতি হলে স্ত্রী-সন্তানকে রেখে রবিউল তাঁর নিজের বাড়িতে চলে যান।
অভিযোগে আরও জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে রবিউল শাশুড়ি আইরুনকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। তাঁরপর সেখান থেকে খবর আসে বৃদ্ধা আইরুন খুব অসুস্থ। তাঁকে তাড়াশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে জানতে পারেন তাঁকে বেধড়ক মারপিট করা হয়েছে। পরে তাঁরা আহত অবস্থায় বৃদ্ধা মাকে নিয়ে এসে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যান। এঘটনায় নিহতের ছেলে আবু শামা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একজনকে আটক করে।
এব্যাপারে অভিযুক্ত রবিউল করিমের বক্তব্য জানতে তাঁর মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠোনো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন