পাবনার সুজানগরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনার সুজানগর থানা পুলিশ পাঁচ গ্রাম হেরোইনসহ আব্দুর রাজ্জাক রাজা (৪১) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার মানিকদীর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রাজা উপজেলার চরমানিকদীর গ্রামের খবির উদ্দিন প্রামানিকের ছেলে।
সুজানগর থানার ডিউটি অফিসার জহুরুল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে একাধিক মামলার আসামী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী উক্ত রাজ্জাক পাঁচ গ্রাম হেরোইনসহ মানিকদীর গ্রামের পাকা রাস্তার উপর অবস্থান করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, মাদক ব্যবসায়ী রাজ্জাকের বিরুদ্ধে আদালতে আরো চারটি বিচারাধীন মামলা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















