পাবনায় জরুরি অবতরণকালে উল্টে গেল কপ্টার, আহত ৪
পাবনায় বেসরকারি কোম্পানির একটি হেলকপ্টার জরুরি অবতরণের সময় উল্টে গেলে পাইলটসহ চারজন আহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চাটমোহরের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জরুরি অবতরণের সময় হেলিকপ্টারের পাখাসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, ঢাকা থেকে আসা স্কয়ার কোম্পানির একটি হেলিকপ্টার বিকাল সোয়া ৪টার দিকে চাটমোহর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণের চেষ্টা করে। কিন্তু অবতরণের জায়গা সংকীর্ণ হওয়ায় হেলিকপ্টারটির পাখা ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনায় রুবেল নামে একজনের হাত ভেঙে গেছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন