পাবনায় জাতীয় সমাজসেবা দিবসে ৭ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ
পাবনায় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এবারের জাতীয় সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়।
রবিবার (২ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাশেদুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক মোখলেছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইলা সমাজকল্যাণ সংগঠনের আওয়াল কবির জয়, প্রতিশ্রুতির প্রতিনিধি মনির হোসেন, আসিয়াবের প্রতিনিধি আব্দুস সামাদ, হিজড়া জনগোষ্টির পক্ষে মিতুল প্রমুখ।
পরে শহীদ আমিন উদ্দিন স্টোডিয়ামে জেলার ৭শত ২০ জনের মাঝে ১ হাজার করে মোট ৭ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বাসস এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার সারওয়ার হোসেন, সহকারী পরিচালক আশাফুদ্দৌলা, প্রভেশন অফিসার পল্লব ইবনে শায়েখ, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ, পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন