পাবনায় পদ্মা নদীতে ধরা পড়লো ৬০ কেজি ওজনের ছুরি মাছ
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর সাঁড়াঘাট এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৬০ কেজি ওজনের একটি বিশাল মাছ। এটিকে কেউ ছুরি মাছ আবার কেউ পাখি মাছ বলে ডাকে জানান জেলে ও মাছ ব্যবসায়ীরা।
শনিবার ভোরে মাছটি ধরা পড়ে।
ঈশ্বরদী উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আনছারুল ইসলাম বলেন, এটি মূলত সামুদ্রিক মাছ। বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে উজান থেকে আসা স্রোতে মাছটি হয়তো ভেসে এসেছে।
মাছটি এক নজর দেখার জন্য অনেক মানুষ ভিড় করেন। ঈশ্বরদী উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান বলেন, মাছটিকে ছুরি মাছ হিসেবেই আমরা জানি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন