পাবনায় যৌন উত্তেজক সিরাপ কারখানায় ডিবির অভিযান
পাবনা সদর উপজেলায় অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ তৈরির কারাখানায় অভিযান চালিয়েছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানার ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার হিমাইতপুর ইউনিয়নের ইমপেল ল্যাবরেটরীর কারখানার এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকারের নেতৃত্বে এই অভিযান চলে।
অভিযানে অবৈধভাবে তৈরিকৃত মানবদেহের জন্য ক্ষতিকারক বিপুল পরিমাণ বিভিন্ন যৌন উত্তেজক জিনসিন সিরাপ, সরবত সহ বিপুল পরিমাণ ভায়াপেল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিরাজুল ইসলামকে গ্রেফতার ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ‘ইমপেল ল্যাবরেটরী’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।’
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার প্রতিষ্ঠানটির ম্যানেজার মিরাজুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদÐের আদেশ দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন