‘পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার এখনই সময়’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/10/ican-20171011204415.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার এখনই সময় বলে মন্তব্য করেছে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা আইসিএএন। চলতি বছর শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর সংস্থাটি শুক্রবার এ ধরনের মন্তব্য করে।
জেনেভা-ভিত্তিক আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তিকরণ জোট এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। বিধ্বংসী অস্ত্রধারীরা এখন পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করার হুমকি দিচ্ছে। এক অন্যরকম ভয় সবাইকে তাড়া করে ফিরছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, পারমাণবিক অস্ত্রের কারণে সঙ্কটটা আরও চরমে উঠছে। তবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার সময় এসে গেছে।
শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর জাপানের দুই শহরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আইসিএএন। হিরোশিমা ও নাগাসাকি নামের ওই দুই শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
বর্তমানে পারমাণবিক অস্ত্রকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এবং উত্তর কোরিয়ার বাকবিতণ্ডা চলছে। বিশেষ করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকযুদ্ধ চলছে।
তবে আইসিএএন বলছে, পারমাণবিক বোমা হামলার পূর্বেই সকল রাষ্ট্রকে তা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।
সূত্র : টাইমস অব ইসরায়েল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন