পার্বত্য জেলার বাঘাইছড়ি সাজেক সড়কে বিজিবি চেকপোস্টে গাছ ফেলে ব্যারিকেড

পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি সাজেক সড়কে বিজিবি চেকপোস্টে গাছ ফেলে ব্যারিকেড, দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু ঘটনার ঘটেছে। গতকাল সোমবার (১১ই আগস্ট ২০২৫) রাতে এ ঘটনাটি ঘটে। নিহত ছাত্রের নাম-শুভ চাকমা(১৮), পিতা-ধনময় চাকমা, গ্রাম-শিজক খাগড়াছড়ি, সারোয়াতোলী ইউনিয়ন, বাঘাইছড়ি, রাঙামাটি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, বিজিবি সদস্যরা পরিকল্পিতভাবে ওই ছাত্রকে আঘাত করে হত্যা করেছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত সংযোগ সড়কে কজোইছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টের সামনে চলন্ত মোটর সাইকেল আটকাতে গাছ ফেলে ব্যারিকেড দেওয়ার ফলে দুর্ঘটনার শিকার হয়ে এসএসসি পাশ করা এক পাহাড়ি ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনা নিয়ে স্থানীয়রা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। এতে তারা ঘটনার জন্য বিজিবিকে দায়ি করতে শোনা গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, গতকাল সোমবার রাত আনুমানিক ৮.৫০টার সময় শুভ চাকমা ও আরো একজন উগলছড়ি থেকে মোটর সাইকেলে করে আসার পথে মারিশ্যা ব্যটালিয়নের ২৭ বিজিবির আওতাধীন কজোইছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টের সামনে বিজিবি সদস্যরা গাছ ফেলে ব্যারিকেড দিলে শুভ চাকমা দুর্ঘটনায় পতিত হয়ে কপালে গুরুতর জখম হন।
এতে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে বিজিবি সদস্যরা উল্টো তাকে পা ধরে টেনেহিঁচড়ে অন্তত: ৩০ফুট দূরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
অনেকে বিজিবি সদস্যদের ভারী বস্তুুর আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেছেন।
পরে খবর পেয়ে স্থানীয়রা শুভ চাকমাকে উদ্ধার করে দ্রæুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরনে আরো জানা যায়, উক্ত মোটর সাইকেলে দু’জন ছিলেন। পেছনে বসা ছিলেন শুভ চাকমা।
ব্যারিকেড দেয়া গাছের সাথে ধাক্কা খেয়ে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তবে চালক কোনো মতে সেখান থেকে চলে যেতে সক্ষম হন। বিজিবি সদস্যরা তাকেও(চালককে) ধরার চেষ্টা চালায় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড উল্লেখ করে জড়িত বিজিবি সদস্যদর অবিলম্বে আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন