পার্বত্যঞ্চলে মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থায় উন্নীত করতে হবে: কৃষিবিদ কাজল তালুকদার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১১টায় জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলে মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা করতে চাই। কিভাবে ব্যবস্থাপনা করতে পারলে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নীত করতে পারব সে বিষয়ে আমাদের গুরুত দিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অত্যন্ত জরুরি।
সভায় শিক্ষকরা তাদের মতামত ব্যক্ত করে বলেন, মানসম্মত শিক্ষা এবং শতভাগ পাসের হার নিশ্চিত করতে হলে শিক্ষক সংকটের সমাধান করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করতে হবে।
এছাড়াও, প্রাথমিক পর্যায়ে কার্টুন আকারে শিক্ষার্থীদের সামনে শিক্ষামূলক বিষয়বস্তু উপস্থাপন করা যেতে পারে, যা পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করবে।
বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ঘন ঘন পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে একটি বড় সমস্যা। শিক্ষার মান উন্নয়নের জন্য অভিভাবকদের তাদের সন্তানদের শিক্ষা সম্পর্কে সচেতন থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ ও প্রশিক্ষিত ভালো শিক্ষক নিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুলের পরিবেশের মান উন্নত করতে হবে।
মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রনতি রঞ্জন খীসা, বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, সাবেক শিক্ষা অফিসার অঞ্জলিকা খীসা সহ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন