পাশ করার পর বাবা কিনে দিলেন মোটরসাইকেল, প্রাণ গেল কলেজছাত্র ছেলের
সদ্য এসএসসি পাশ করার পর ছেলের আবদার পূরণ করতে সাংবাদিক বাবা কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। তবে মাত্র একদিনের মধ্যেই সড়কে প্রাণ গেল ফারহান আঞ্জুম মাফি নামে এক কলেজছাত্রের।
রোববার রাত ১০টার দিকে কুমিল্লার গোমতী বেড়িবাঁধের আইল্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম ফারহান আঞ্জুম মাফি (১৭)। সে নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে।
স্থানীয়রা জানান, মাত্র একদিন আগে মাফিকে নতুন মোটরসাইকেল কিনে দেন তার বাবা। রোববার রাতে দুই বন্ধু নিয়ে গোমতী নদীর পাড়ে ঘুরতে যায় মাফি। রাত ১০টার দিকে আইল্যান্ডে মোটরসাইকেলটি উল্টে যায়।
এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধু চিকিৎসাধীন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, গোমতীর বেড়িবাঁধে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাফি নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন