পিঠে টিউবলাইট ভেঙে বিক্ষোভ
দার্জিলিং এর সিংমারিতে গুলিতে মৃত্যুর ঘটনার তদন্তে যখন সিআইডি, তখন রাজ্যকে পাল্টা চাপে রাখতে আজ থেকে আন্দোলন আরও জোরদার ও তীব্রতর করল গোর্খা জনমুক্তি মোর্চা।
মঙ্গলবার সকাল থেকেই পাহাড় ছিল থমথমে। এরপর চকবাজার এলাকায় টিউবলাইট হাতে মিছিল করতে দেখা যায় মোর্চা সমর্থকদের। তারপর পিঠে টিউবলাইট ভেঙে নিজেদের আন্দোলন আরও তীব্রতর করে বিক্ষোভ দেখানো শুরু মোর্চার যুব সমর্থকরা।
এদিকে জিটিএ-র অধীনে থাকা ৪৫টি অঞ্চলেও মোর্চার মিছিল বেরিয়েছে। বিভিন্ন জায়গায় পোড়ানোও হয় জিটিএ-র ত্রিপাক্ষিক চুক্তিপত্রটি। শিলিগুড়ির পিনটেল ভিলেজেও চুক্তিপত্র পোড়ানোর কর্মসূচি রয়েছে।
আজ থেকে চূড়ান্ত আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে যুব মোর্চাও। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আত্মাহুতি ও আমরণ অনশন কর্মসূচির কথা ঘোষণা করেছে তারা। সব মিলিয়ে মোর্চার ডাকা সর্বাত্মক বনধের ১৩-তম দিনে উত্তপ্ত পাহাড়। এরমধ্যে আজ দুই আইপিএস-এর নেতৃত্বে পাহাড়ে চলেছে এরিয়া ডমিনেশনও।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন