পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের হাওর ভ্রমন
কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন(পিডিবিএফ) বাজিতপুর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হাওর ভ্রমণ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুলাই) এ হাওর ভ্রমনের আয়োজন করা হয়।দিনব্যাপী নিকলী,অস্ট্রগ্রাম,মিঠামইন হাওরের বিভিন্ন পয়েন্টে ভ্রমন করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃপূর্ত অংশগ্রহণে ভ্রমনটি এক মিলন মেলায় পরিনত হয়। দুপুরে হরেক রকমের খাবার পরিবেশন করা হয়।
সেই সঙ্গে হাওর ভ্রমনে আগত সকলে আনন্দ আড্ডায় মেতে উঠেন। দিনব্যাপী এ আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নাসিমা বেগমের নেতৃত্বে এ হাওর ভ্রমনে অংশগ্রহণ করেন,কুলিয়ার চর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফজলুর রহমান সরকার, একেএম সায়েম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা উপ-পরিচালকের কার্যালয় কিশোরগঞ্জ। সিবিএ কিশোরগঞ্জ জেলা সভাপতি জাফরুল ইসলাম,সাধারণ সম্পাদক নিগোর চন্দ্র দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,এ ছাড়াও উক্ত কার্যালয়ের হিসাব বিভাগ,সেল্প,ক্ষুদ্র ঋন,সোলার,বার্তাবাহকসহ
অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শত ব্যস্ততার মাঝে এ হাওর ভ্রমনে অংশগ্রহণ করতে পেরে খুশি কর্মকর্তা-কর্মচারীরা।
হাওড় ভ্রমনে আনন্দ আর হৈই হুল্লোরে উপস্থিত সবাই দিনটি উদযাপন করেন। অনুষ্ঠানের শেষ প্রান্তে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।পরে জুনে সেরা পারফরম্যান্সধারী সহকর্মী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সকলের জন্য শান্তনা পুরষ্কারসহ র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন