পিরোজপুর – ৩ আসনে বিএনপির প্রার্থী রুহুল আমিন দুলাল
            
                     
                        
       		ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ রুহুল আমিন দুলাল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পিরোজপুর-৩ সহ ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় স্বীদ্ধান্ত মোতাবেক ১৩ মাস পর এ বছরের ২৪ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
রুহল আমিন দুলাল দলীয় মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে “আলহামদুলিল্লাহ” লিখে প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শামীম মিয়া মৃধা। এছাড়াও কেএম হুমায়ুন কবির লিখেছেন “আলহামদুলিল্লাহ”।এ আর মামুন খান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন-“দলীয় স্বীদ্ধান্ত চুড়ান্ত, দলের স্বীদ্ধান্ত মাথা পেতে নিলাম।”
রুহুল আমিন দুলাল ওমরাহ হজ্ব পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন – প্রিয় মঠবাড়িয়াবাসী,আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলেমিশে শান্ত থাকি। দলের সকলে আমরা একটি পরিবার।কারো মনে কষ্ট পায় এরকম মন্তব্য থেকে বিরত থাকি।”
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




