পিরোজপুরে ঘুমন্ত বড় ভাইকে শাবল দিয়ে খুন

পিরোজপুরের ইন্দুরকানীতে ঘুমন্ত অবস্থায় শাবল দিয়ে আঘাত করে বড় ভাই ফোরকান হাওলাদারকে (৩০) হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে ঘাতক ছোট ভাই সোলায়মান হাওলাদারকে (২৫) মঙ্গলবার সকালে উপজেলার ঢেবসাবুনিয়া গ্রাম থেকে পুলিশ আটক করেছে।

ফোরকান উপজেলার ঢেবসাবুনিয়া গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে এবং ন্যাশনাল সার্ভিসের একজন কর্মী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেবসাবুনয়িা গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই সোলায়মানকে চড় মারেন। পরে দুই ভাই তাদের নির্মাণাধীন একটি নতুন কাঠের ঘরের পাঠাতনে ঘুমাতে যান।

বড় ভাই ফোরকান ঘুমিয়ে পড়লে সোলায়মান একটি শাবল দিয়ে তার মাথায় পরপর তিনটি আঘাত করেন। এতে ফোরকানের মাথা ফেটে যায়। তার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ইন্দুরকানী থানার পুলিশ মঙ্গলবার সকালে বাড়িতে গিয়ে সোলায়মানকে আটক করেছে।

ফোরকানের বড় ভাই শাহীন বলেন, ‘আমার ছোট ভাই সোলায়মানের মানসিক সমস্যা আছে। ফোরকান তাকে ওষুধ খেতে বললে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ফোরকান ওকে একটি চড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে সোলায়মান রাতে এই ঘটনা ঘটিয়েছে।’

ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।