পিরোজপুরের ইন্দুরকানিতে “জৈব পদ্ধতিতে সবজি চাষ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন এর বাস্তবায়নে পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নে দিন ব্যাপী মায়েদের “জৈব পদ্ধতিতে সবজি চাষ” বিষয়ক আয়বর্ধণমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে অনুষ্ঠিত প্রশিক্ষণ চলে বিকাল ৪টা পর্যন্ত ।
প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি অফিস, ইন্দুরকানি, পিরোজপুর।
সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দে-এর সভাপতিত্বে প্রশিক্ষনে ১ ব্যাচে মোট ২৫জন নারী সদস্য অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ প্রদান করেন, মো: কামাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি অফিস, ইন্দুরকানি, কৃষিবিদ সুভাষ চন্দ্র দে, সমন্বয়কারী সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, পাড়েরহাট ইউনিয়ন, এ,কে,আহম্মেদ ইফতেখার, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা, সমৃদ্ধি কর্মসূচি, পাড়েরহাট।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান বলেন, এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবেনা। শীতকাল বিভিন্ন শাকসবজি চাষের জন্য বেশ উপযোগী। আজকাল শাকসবজি চাষ করা বেশ লাভজনক। শাকসবজি চাষের সুবিধে হলো বসতবাড়ির আনাচে- কানাচে, পুকুরপাড়ে এমনকি বাড়ির আঙিনায়, রান্না ঘরের চালে, বারান্দার টবে অনেক রকম সবজি ফলানো সম্ভব। সবজি চাষ করলে ব্যক্তিগত চাহিদাই শুধু পূরণ হবেনা এলাকার সার্বিক চাহিদাও পূরণ করা সম্ভব হবে।আন্তর্জাতিক বাজার আবারও অস্থিতিশীল হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আসন্ন এই সংকট মোকাবেলায় কৃষিমন্ত্রীর নেতৃত্বে কৃষি মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে নিরলসভাবে’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন