পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্য দিবালোকে ইউপি সদস্য খুন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/IMG-20221031-WA0005-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্য দিবালোকে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে এই ঘটনাটি সংঘটিত হয়েছে।
নিহত ইউপি সদস্যের নাম মামুন হাওলাদার। তিনি কাউখালী উপজেলার ৫ শিয়ালকাঠি ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
জানা গেছে, সোমবার সকালে নিজ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মামুন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁর পথরোধ করে। পরে তাঁকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় তারা।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশ পৌঁছেছে। এখনো বিস্তারিত জানা যায়নি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন