পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায এজমালি রাস্তায় দেয়াল দিয়ে জবর দখলের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা মৌজার ৫ নং ওয়ার্ডের একটি এজমালি বাড়ির রাস্তা দেয়াল দিয়ে আটকিয়ে জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান গত ২০ ডিসেম্বর পৌর প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উত্তর মিঠাখালী গ্রামের রফিজ উদ্দিন ফরাজীর দুই ছেলে মিজানুর ও জাহিদুল পৌরসভার ৫ নং ওয়ার্ডে জাকির দফাদারের ৬.৬০ শতাংশ জমি ক্রয় করেন।জমিদাতা বাড়ির রাস্তা এজমালি রেখে প্লট আকারে বিভিন্ন জনের কাছে জমি বিক্রি করেন।সম্প্রতী মিজান গং তাদের প্লটে গৃহ নির্মাণ কাজ শুরু করলে জাহাঙ্গীর হোসেন বাড়ির রাস্তা দিয়ে নির্মাণ সামগ্রী নিতে বাধা দেয়।মিজানুর রহমান বাংলাদেশ পুলিশে এবং জাহিদুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন।তাদের পক্ষে ছোট ভাই শাহাদাত ফরাজী নির্মাণ কাজ দেখাশোনা করেন। রাস্তা দেযাল দিয়ে আটকাতে বাধা দেওয়ায় তাকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে।
শাহাদাত ফরাজী জানান,পৌর কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে দেওয়াল নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।কিন্তু প্রবাসী জাহাঙ্গীর ওই নির্দেশ অমান্য করে কাজ চলমান রাখে।থানা পুলিশ নির্বাচনের ব্যস্ততার কারনে লিখিত অভিযোগ নেয়নি।
প্রবাসী জাহাঙ্গীর গণমাধ্যম কর্মীদের নিকট জানান,দেয়াল নির্মাণের কাজ বন্ধ রেখেছি।সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখবো।
পৌর নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান,দেয়াল নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। নির্বাচনের পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন