পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় চুরি যাওয়া ২২টি পানির মিটার উদ্ধার, থানায় মামলা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌর এলাকা থেকে বিভিন্ন সময় চুরি যাওয়া ২২টি পানির মিটার উদ্ধার করা হয়েছে। পৌর কর্তৃপক্ষের প্রচেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় এ মিটার উদ্ধারের ঘটনায় চুরির সাথে জড়িত ৩ জনের নামে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ২ জনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।
এছাড়াও মিটার চুরির ঘটনায় আরও একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ূম।
জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া পৌরশহর থেকে পানির মিটার চুরি করে আসছে।এ ঘটনায় একাধিক গ্রাহক থানায় সাধারন ডায়েরিও (জিডি) করেছে।বিষয়টি ছড়িয়ে পড়লে কিছুদিন পূর্বে পৌরসভার নবীনগর এলাকা থেকে সন্দেহজনকভাবে এক চোরকে ধাওয়া করে স্থানীয়রা।এ সময় ওই চোর একটি ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়। ব্যাগের মধ্য থেকে ২টি মিটার উদ্ধার করা হয়।
রবিবার (২৪ নভেম্বর) ওই চোরকে আটক করে থানা পুলিশের নিকট দেওয়া হয়। আটককৃত ওই চোরের স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার দক্ষিণ বন্দর এলাকার একটি বাসা থেকে ওইদিন সন্ধ্যায ১৯টি পানির মিটার উদ্ধার করা হয়। তবে এ সময় ওই বাসা থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও পরদিন সকালে ওই বাসা থেকে ১ জনকে আটক করা হয়।
এছাড়াও সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পানির মিটার চুরি করে ভাঙ্গারীর দোকানে বিক্রি করার সময় আরও একজনকে আটক করা হয় ও ১টি পানির মিটার উদ্ধার করা হয়।সে নিয়মিত মামলার আসামি না হওয়ায় ভ্রাম্যমান আদালতে তাকে সাজা দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন