পিরোজপুরের মঠবাড়িয়ায় ফুটবল খেলোয়াড়ের ওপর হামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাহনেওয়াজ জয় মৃধা (২৪) নামে এক ফুটবল খেলোয়াড়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।গুরুতর আহত ওই খেলোয়াড় পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের জাফর মৃধার ছেলে। সে পৌরসভার ভবনে থাকা পূবালী ব্যাংকের নৈশ প্রহরী (চুক্তিভিত্তিক)।

গত ১৪ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জয় মৃধার মা হেলেনা বেগম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। গুরতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অভিযোগে উল্লেখিত বিবাদীরা হলো -মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের খোকনের পুত্র রফিকুল ইসলাম রনি,ফজলুর পুত্র আলামিন ওরফে ব্লাক আলামিন সহ টিয়াম, নাঈম, হৃদয়, ফাহাদ চৌকিদার, তানভির ও মিঠুন।

অভিযোগে উল্লেখ করা হয়, আহত জয় মৃধার সাথে বিবাদীদের ফুটবল খেলা নিয়ে বিরোধ তৈরি হয়।এরপর থেকে তারা তার ওপর হামলা করার সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন বিবাদীরা পরস্পর যোগসাজশে পৌরসভার সামনে তাকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে জিআই পাইপ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতের খোঁজ খবর নিয়েছে বলে জানা গেছে।