পিরোজপুরের মঠবাড়িয়ার পশ্চিম লক্ষনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়নের ১৪১ নং পশ্চিম লক্ষণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্থানীয় ইউপি সদস্য ছগির আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ ছালেহউদ্দিন, সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, হালিমাতুজ্জোহরা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জীব কুমার হালদার। অনুষ্ঠানে এসো শিখি প্রকল্পের সহযোগিতায় বর্ণ দিয়ে শব্দ তৈরি, এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লেখা,ছবি দেখে গল্প লেখার মাধ্যমে প্রতি শ্রেনীতে ৩ জন করে বিজয়ী নির্ধারণ করা হয়।বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ,অতিথিবৃন্দ এবং শিক্ষকমন্ডলী।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হোসেন আলী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।তিনি স্থানীয় হোতখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন