পিয়াসা-পরীমণির সূত্র ধরে রাজ মাল্টিমিডিয়ার রাজ আটক
পরীমণিকে আটকের পর রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী প্রযোজক নজরুল ইসলাম রাজ ওরফে নজরুল রাজকে আটক করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী ৭ নম্বর সড়কের ৪১ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব। গভীর রাত পর্যন্ত চলে নজরুল রাজের বাসায় অভিযান।
জানা গেছে, পরীমণিসহ সম্প্রতি কয়েকজন আলোচিত মডেল ও নায়িকা গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে নজরুল রাজের নাম আসে।
তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকান্ড পরিচালনা, মাদক ব্যবসাসহ নানা অভিযোগও রয়েছে। তিনি পরীমণি ও পিয়াসাকে মডেলিং জগতে নিয়ে আসেন। তাদের দিয়ে তদবির বাণিজ্যসহ বিভিন্ন কাজ হাসিল করতেন বলে অভিযান পরিচালনাকারি একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন। পরীমণির প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন নজরুল রাজ। সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেন। তার হাত ধরে নাটক থেকে সিনেমায় নাম লেখান পরীমণি। নজরুল রাজ সিনেমা ছাড়াও ধারাবাহিক নাটক, কমেডি নাটক, ভিডিও গানে মডেল হয়েছেন।
তার প্রয়োজনায় বেশ কিছু নাটক ও গান ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে প্রচার হয়।
নজরুল রাজ সম্পর্কে জানা গেছে, বনানীতে পুলিশ কর্মকর্তাকে হত্যার পর গাজীপুরের জঙ্গলে লাশ ফেলে দেওয়ার মামলার তদন্তে নজরুল রাজের নাম আসে। ওই সময় তার বিরুদ্ধে দীর্ঘ তদন্ত করে পুলিশ। যদিও পরে ওই মামলা থেকে নজরুল রাজকে অব্যাহতি দেওয়া হয়। আলোচিত এই সিনেমার পরিচালকের বাড়ি গোপালগঞ্জে। তিনি ড্রেজিং ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। রাজ মাল্টিমিডিয়া থেকে প্রিয়জন প্রয়োজন নামে একটি সিনেমায়ও অভিনয় করেন নজরুল।
তবে নজরুল রাজকে আটকের বিষয়ে বুধবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত র্যাব কোনো তথ্য জানায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন