পীরগঞ্জে নানা আয়োজনে অগ্রদুত পল্লী পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নানা আয়োজনে অগ্রদুত পল্লী পাঠাগারের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর ) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় পাঠাগারের হল রুমে আলোচনাসভা ও কেক কাটা হয়।
আলোচনা সভায় পাঠাগারের সভাপতি রিপন আলী সবুজের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক এস কে সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোমরাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য আছির উদ্দিন, পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদুল হক মাসুদ, ভোমরাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন বাচ্চা প্রমুখ।
এ সময় ভোমরাদহ ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রদীপ বাবু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম,সহ সভাপতি সুমন আলী, অগ্রদুত পল্লী পাঠাগার ও পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন,যুবলীগ নেতা নবাব হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে বই পড়ার চর্চা আর সমাজের নানা অবক্ষয় দুর করতে অগ্রদুত পল্লী পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষকে আলোকিত করার স্বপ্ন দেখাচ্ছে। পাঠাগার এর স্বপ্ন টিকিয়ে রাখতে সমাজে উদার ও মননশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে অতিথিরা পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন