পুতিন ও কাতারের আমিরের ফোনালাপ

চলমান কাতার সংকট নিরসনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের নেতা জ্বালানি ও বিনিয়োগ খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ করেছেন বলেও বিবৃতিতে জানায় ক্রেমলিন। খবর আল জাজিরার।

এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান এই সংকট নিরসনে বাহরাইনের রাজার সাথে আলোচনা করেছেন পুতিন। শনিবার ক্রেমলিন জানায় বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সাথে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবাদমান দুই পক্ষের মধ্যে সরাসরি আলাপের উপর জোর দিয়েছেন পুতিন।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ানের সাথে শনিবার আঙ্কারায় এক সাক্ষাতে মিলিত হন। সেখানে এরদোয়ান কাতার থেকে তুর্কি সেনা তুলে নেওয়ার ব্যাপারে সৌদি দাবি প্রত্যাখ্যান করেন।