পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করতে হবে : আইজিপি
আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, দেশকে জঙ্গি, মাদক, সন্ত্রাসমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি জনগণকে কাজ করতে হবে। পুলিশের পাশাপাশি জনগণকে নিয়ে দেশের জন্য কাজ করতে হবে। তাহলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
বুধবার (৮ নভেম্বর) লালবাগ থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ হলো জনগণের বন্ধু তাই পুলিশকেও সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আন্দোলন-সংগ্রামের নামে আমাদের অনেক পুলিশ সদস্যরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজমের প্রধান অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম লালবাগ বিভাগের ডিসি ইব্রাহীম খান, ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান, এডিসি ইউসুফ আলী প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন