পুলিশ হেডকোয়ার্টারের ছাদ থেকে লাফিয়ে অফিসারের আত্মহত্যা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/image-116719-1543502811.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সকাল ১০টা। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এমন সময় ছাদ থেকে লাফিয়ে পিচঢালা রাস্তায় পড়েন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রেম বল্লভ।
বৃহস্পতিবার সকালে ভারতের সেন্ট্রাল দিল্লির পুলিশ হেডকোয়ার্টারে এ ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
৫৫ বছরের প্রেম বল্লভ দিল্লি সিটি পুলিশের অপরাধ ও ট্রাফিক ইউনিটে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান ওই পুলিশ কর্মী মানসিক অবসাদ ও দীর্ঘদিন বিভিন্ন রোগে ভোগার কারণে আত্মহত্যা করেছেন।
তবে সম্প্রতি ভারতে পুলিশ কর্মীদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে। প্রতি মাসে আত্মহত্যার ঘটনা ঘটছে। নিজের ব্যবহৃত রিভলবার দিয়ে বেশির ভাগ আত্মহত্যার ঘটনা ঘটছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন