পুলিশিং ডে : ডিমলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
হামিদা আক্তার, নীলফামারী : পুলিশই জনতা, জনতাই পুলিশ। জঙ্গী মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে শ্লোগানে এবারেই প্রথম সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় অনারম্বর পরিবেশে উৎযাপিত হয়েছে পুলিশিং ডে-২০১৭। ডিমলা থানার কমিউিনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে থানা চত্তরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উৎযাপন করা হলো দিবসটি। দিবসটির শুরুতেই সকালে বাদক দলের বাজনার তালে একটি বর্ণাঢ্য র্যালী বের করে করা হলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিন করে র্যালীটি। এসময় র্যালীতে অংশগ্রহন করেন নীলফামারী-১ সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নারী নেত্রীবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, কমিউনিটি ফোরামের সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্র, শিক্ষক, সমাজ সেবক, ব্যাবসায়ী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ। র্যালী শেষে ডিমলা থানা চত্তরে আলোচনা সভায় ডিমলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমসহ আরো অনেক। বিশেষ অতিথির বক্তৃতায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন, জনসাধারণের সাথে একটি সেতুবন্ধন সৃষ্টি করতেই পুলিশ সদর দপ্তর থেকে সিন্ধান্ত নেওয়া হয়েছে প্রতিবছরের অক্টোবর মাসের শেষ শনিবার পুলিশিং ডে উৎযাপিত হবে। তিনি আরো বলেন, আপনার হয়ত জানেন জনগণ এখন আর পুলিশকে ভয় পায় না। তারা এখন পুলিশের কাছেই থাকেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমরা যখন কোন অপরাধের তদন্তে ঘটনাস্থলে যাই তখন সাধরণ মানুষ আমাদের ঘারের কাছেই এসে দাঁড়ায়। অনেক সময় আমাদের পিচগুলো নেড়ে দেখে। এতেই বুঝা যায় সাদারণ মানুষের সাথে পুলিশের একটি সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। সভায় প্রধান অথিতির বক্তৃতায় সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় আজকে যে সফলতা তার অনেকাংশে নির্ভর করছে সুশাসন আর সে সুশাসন অনেক খানি নির্ভর করতেছে পুলিশ প্রশাসন। এই যে জনতাই পুলিশ পুলিশই জনতা এইটা শুধুমাত্র শ্লোগানে প্রতিপাদ্যের মধ্যে যেন না থাকে। এটি আমরা চাই পুলিশ যেন গণ মানুষের কথা চিন্তা করে। পুলিশ যে মানুষের আতংক সেটাকে কাটিয়ে তোলার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন