পুলিশের গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, এএসআই নিহত
আশুলিয়ায় রড বোঝাই ট্রাকের সাথে পুলিশ ভ্যানের সংঘর্ষে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন (৩২) নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
আহতরা হলেন- পুলিশ ভ্যানের চালক দুলাল মিয়া, কনস্টেবল নাজমুল হুদা এবং অনিক আহমেদ। তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।
সোমবার ভোর ৫টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে রাতের পালার ডিউটি করে থানার দিকে ফেরার পথে ঘোষবাগ এলাকায় পৌঁছালে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসআই জসিম উদ্দিনসহ আহত হন ৪ জন। পরে তাদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এএসআই জসিম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩ জনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে, এই ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী ঘটনার পর পরই পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এএসআই জসিম উদ্দিন মাদারীপুর জেলার সদর থানার ব্রাম্মনদ্দি এলাকার মোকছেদ চাপরাশীর ছেলে। তিনি ২০১৭ সালের জুন মাসের ১৩ তারিখে আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন