পূজার বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু
চার দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।
সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার কারণে বন্ধ ছিল আমদানি-রফতানি।
মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চার দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও আমদানি-রফতানি শুরু হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় তা সচল হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন