পূর্ব সুন্দরবনে ট্রলার ও নিষিদ্ধ জালসহ আটক ৬
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমূখী এলাকায় বনরক্ষীরা অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে একটি ট্রলার ও মাছ ধরার জালসহ ৬ জেলেকে আটক করেছে। অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়।
বনবিভাগ সূত্রে জানায়, বনবিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীমের টীম লিডার বনরক্ষী দিলীপ মজুমদারের নেতৃত্বে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলেরা অবৈধভাবে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুধমূখী খালে বনরক্ষীরা অভিযান চালিয়ে মাছধরারত অবস্থায় একটি ট্রলার আটক করে।
এ সময় নিষিদ্ধ বেহেন্দি জালসহ ট্রলারের ৫ জেলেকে আটক করেন বনরক্ষীরা। আটককৃত জেলেরা হচ্ছে, আবু হানিফ (৩৪), জাকির (২৬), ইউসুফ (২৭), মোঃ ছগির (৩১), মোঃ হানিফ (৩৬), মিজানুর রহমান (৪০)। আটক জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটার রুহিতা এলাকায় বলে জানা যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, আটককৃত জেলেরা অবৈধভাবে নিষিদ্ধ বেহেন্দি জাল দিয়ে বনের দুধমূখী এলাকায় মাছ ধরছিলো। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়।
শরণখোলা বাগেরহাট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন