পেট্রোলিয়াম জেলির আরও ব্যবহার
শীতকাল আসতে এখনো কিছুদিন বাকি। তবে পেট্রোলিয়াম জেলি কিনে আনতে পারেন এখনই। কারণ, ত্বকের যত্নের বাইরেও নানা কাজে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি।
মেকআপ তুলতে
চোখের মেকআপ সবচেয়ে কষ্টকর। তবে সেই কাজটিও সহজে করতে পারেন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে। দামি মেকআপ রিমুভারের চেয়ে পেট্রোলিয়াম জেলি আপনার কাজকে সহজ করে দেবে। কিছুটা পেট্রোলিয়াম জেলি চোখে লাগিয়ে নিন আলতো করে। তারপর একটু তুলা দিয়ে আলতো করে মুছে নিন। চোখের মতো স্পর্শকাতর ত্বকের মেকআপ তুলতে এটাই ভালো পদ্ধতি।
সুগন্ধি দীর্ঘসময় ধরে রাখতে
শরীরে সুগন্ধি ব্যবহারের পর সেটা অনেক সময় ধরে রাখতে সাহায্য করবে পেট্রোলিয়াম জেলি। যেখানে সুগন্ধি লাগাবেন, সেই জায়গায় আগে কিছুটা পেট্রোলিয়াম জেলি মালিশ করে নিন। এরপর সেখানে সুগন্ধি স্প্রে করুন। এতে ত্বকে অনেক সময় ঘ্রাণ স্থায়ী হবে।
ভুরুর জেল হিসেবে
টানা টানা চোখের জন্য ভ্রু ঘন-চিকন করে সাজান অনেকে। সেখানে আইব্রু জেল হিসেবে কাজ করবে পেট্রোলিয়াম জেলি। একটা আইব্রু ব্রাশে কিছুটা জেলি নিয়ে ভ্রু যুগলে লাগিয়ে নিলেই ভ্রু ঘন দেখাবে।
হাইলাইটার হিসেবে
চেহারায় ধারালো ভাব আনতে হাইলাইটার ব্যবহার করেন অনেকে। গালে ও ভুরুর নিচের ত্বকে কিছুটা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে সেটা হাইলাইটার হিসেবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
সূত্র: ভোগ ও ফেমিনা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন