পোষা কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন জয়া আহসান

কুকুরের সঙ্গেই সময় কাটাতেই দারুণ পছন্দ করেন জয়া আহসান। তারই প্রমান মেলে নিজের ইন্সটাগ্রামে।
সময় পেলেই পোষা কুকুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন এই অভিনেত্রী। এই তো কয়েক সপ্তাহ আগেই ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত রবিনহুড দ্যা রেসকিউট অ্যানিমেল পরিবারের প্রায় ৫০টি কুকুর বিড়াল নিয়ে আনন্দঘন মুহূর্ত পার করেন তিনি।
জয়া আহসান টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও সুনাম অর্জন করেছেন। এ সময়ের ব্যস্ত এই অভিনেত্রী যে কতটা প্রাণী প্রেমী তা দেখা গেল ছবিতে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















