পৌর নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু ২০ ডিসেম্বর

তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য দেশের ৬৪টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আগামী ৩০ জানুয়ারি এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং জারি করা নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।
নির্ধারিত আবেদন ফরম ব্যতিত অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া ২৭ ডিসেম্বর বিকেল পাঁচটার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না।
২৯ ডিসেম্বর চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যয়নপত্র প্রদান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















