প্যান্টের পকেটে কীভাবে ঢুকলেন মোশাররফ করিম!

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নানা রকম মজার চরিত্রে হাজির হন তিনি। এবার তাকে দেখা গেল একটু ব্যাতিক্রমী দৃশ্যেই। একটি বড় প্যান্টের পকেটে মোশাররফ করিম!
আর মজার এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেতা-নির্মাতা কচি খন্দকার। এ বিষয়ে কচি খন্দকার বলেন, ‘এমন দৃশ্যের জন্ম হয়েছে বাঙ্গি টেলিভিশন নাটকের গল্পের প্রয়োজনে। নাটকটিতে মোশাররফ করিম অভিনয় করছেন। তাকে বিচিত্র গেটআপ ও চরিত্রে দেখতে পাবেন দর্শক।’
কচি খন্দকার অভিনয়ের পাশাপাশি নির্মাণও করে থাকেন। তার নির্মিত নাটক-টেলিফিল্মের গল্প বরাবরই ভিন্ন ঘরানার হয়ে থাকে। এবার ধারাবাহিক নাটক ‘বাঙ্গি টেলিভিশন’ নির্মাণ করছেন তিনি। এটি রচনাও করেছেন তিনি। নাটকটির গল্প, সেট ডিজাইন নিয়ে গবেষণা করেই কাজ চলছে। প্রকাশিত এ ছবির সেটের ভাবনা ও ডিজাইনও তিনি করেছেন।
নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদ, আবুল হায়াৎ, মামুনুর রশীদ, জেনি প্রমুখ।
নাটকটি শিগগিরই কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে জানালেন নির্মাতা কচি খন্দকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















