প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের বার্তা পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে অবনী ভূষন নামে একজন সরকারী কর্মচারী। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার।
‘মঠবাড়িয়ায় জরিপ অফিসের রেকর্ড কিপারের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বাণিজ্যের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদে তিনি উল্লেখ করেন, একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। আমাকে জড়িয়ে উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।উদ্দেশ্যমূলকভাবে আমাকে হয়রানি করা হয়েছে। ফেসবুকে ঘুষ গ্রহনের যে যবি প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। জরিপ সংক্রান্ত সরকার নির্ধারিত ফি নেওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থেকে ছবিটি তোলা হয়েছে। এতে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সঠিকভাবে অনুসন্ধান ও যাচাই বাছাই না করে এভাবে অনুমানের ভিত্তিতে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন