প্রতারণার শিকার হয়ে ৫০ রাখ টাকা হারাচ্ছেন যুবরাজ
একটা সময়ে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন যুবরাজ সিং। বর্তমানে জাতীয় দলে উপেক্ষিত এই ক্রিকেটারের দিনকাল এমনিতেই ভালো কাটছে না। ঘরোয়া ক্রিকেট খেলেই চলছে তার দিনকাল। আর এই দুঃসময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী যুবরাজের মা শবনম কৌর, এক পনজি স্কিমে এককোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু সেখান থেকে মাত্র ৫০ লাখ টাকা উদ্ধার করতে পেরেছেন তিনি।
যুবরাজের পরিবারকে বলা হয়েছিল, বার্ষিক ৮৪ শতাংশ হারে সুদ দেয়া হবে। প্রতিশ্রুতি মতো প্রথম কয়েক মাসে প্রায় ৫০ লাখ টাকা ফেরতও পেয়েছিলেন শবনম কৌর।
কিন্তু কয়েক মাস পর হঠাৎ করেই টাকা দেয়া বন্ধ করে দেয় সেই পনজি স্কিম। প্রতারণার বিষয়টি বুঝতে পারার পরই থানায় অভিযোগ করেন যুবরাজের মা। বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুম্বাই শাখা তদন্ত করছে।
শুধু যুবরাজের পরিবারই নয়, এই পনজি স্কিমে টাকা রেখে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও সাইনা নেহওয়ালের মতো খেলোয়াড়ও একইভাবে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন