প্রতি ৮ ভোটারের মধ্যে একজন ট্রাম্পকে ফের ভোট দেবে না
যুক্তরাষ্ট্রের ক্ষমতারোহনের ছয় মাস পূর্তির দিনে ইপসোসের একটি জরিপে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তাদের মধ্যে প্রতি আটজনের একজন বলছেন, দ্বিতীয়বার আর তারা তাকে ভোট দেবেন না। খবর রয়টার্সের।
জরিপে অংশ নেয়া শতকরা ১২ জন বলেছেন নির্বাচন যদি ফের অনুষ্ঠিত হয় তবে তারা আর ট্রাম্পকে ভোট দেবেন না। তবে শতকরা ৮৮ জন বলেছেন তারা ট্রাম্পের কাজে খুব খুশি। শুধু তাই নয় পুনরায় ভোট হলে তারা অবশ্যই তাকে আবার ভোট দেবেন।
উল্লেখ্য এর আগে গত মে মাসে ট্রাম্পের ভোটারদের মধ্যে শতকরা ৮২ জন বলেছিলেন তারা ফের তাকেই ভোট দেবেন। সেই হিসাবে নিজের ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন