প্রতীকী অনশনের মৌখিক অনুমতি পেল বিএনপি
দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতীকী অনশ কর্মসূচি পালনের জন্য রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা মৌখিক অনুমতি পেয়েছি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয়েছে।
এর আগে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, তার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশব্যাপী জেলা সদর ও মহানগরে ‘প্রতীকী অনশন’ পালিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অনশন হবে।
এই কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি পালনে অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে যান বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, তারা নাট্যমঞ্চে অথবা রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কর্মসূচি পালন করবেন।
এখন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাদের এই কর্মসূচি করার মৌখিক অনুমতি দিলো ডিএমপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন