প্রথম বলেই শেষ বাংলাদেশের ইনিংস
প্রথন দিন ৯ উইকেটে ৩১০ রানে করা বাংলাদেশ আজ দ্বিতীয় দিনে শেষ উইকেটে কোনো রানই যোগ করতে পারেনি। দিনের প্রথম বলেই টিম সাউদির শিকার শরিফুল ইসলাম। আগের দিনে তোলা ৩১০ রানেই থামলো বাংলাদেশের প্রথম ইনিংস।
এমনিতেই দর্শক নেই সিলেট টেস্টে।তবে আজ সকালে যারা খেলা দেখতে এসেছেন, তারা নিজেদের আসনে বসার আগেই শেষ বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ড অধিনায়কের স্টাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন শরিফুল। টাইমিংয়ে গড়বড় করেন তিনি। বল তার প্যাডে আঘাত করার পর ফিল্ডিং দলের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
তবে রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা। শরিফুল ফেরেন ১৩ রান করে। ভাঙে আগের দিন করা ২০ রানের জুটি।
এর আগে গতকাল দুই ম্যাচ টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ৩১০ রান তোলে বাংলাদেশ দল।ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। বাকিরা রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ করে নাজমুল হোসেন ও মুমিনুল হক। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট গ্লেন ফিলিপসের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন