প্রথম রঙিন সিনেমার নায়িকা রোজী আফসারী গুগল-ডুডলে
গুগল-ডুডলে প্রথম রঙিন সিনেমার নায়িকা রোজী সামাদ। এজ জনপ্রিয় এই অভিনেত্রীর ৭৩তম জন্মবার্ষিকীতে বিশেষ ডুডল প্রদর্শন করছে সার্চ ইঞ্জিন গুগল।
আজ (২৩ এপ্রিল) সকাল থেকেই বাংলাদেশের গুগলের হোম পেজে রোজী সামাদকে নিয়ে গুগলের ডুডল দেখা যাচ্ছে।
গুগল তাদের ডুডল পেজে লিখেছে- এবারে ডুডলে রোজী আফসারীর ক্যারিয়ারকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রজগতে প্রথম নারী পরিচালক হয়ে নারীদের এ পথে আসার বাধা ভেঙে ফেলেন।
রোজী সামাদের আসল নাম শামীমা আক্তার রোজী। ১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার অভিনয়জীবন শুরু হয় ১৯৬৪ সালে রোজী সামাদ হিসেবে।
জহির রায়হানের ‘সঙ্গম’ (১৯৬৪) ছবিতে প্রথম দেখা যায় তাকে। এটিই ছিলো তৎকালীন পাকিস্তানের প্রথম রঙিন ছবি।
বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ হিসেবে পরিচিত সত্তরের দশকে শক্তিশালী অভিনয়শিল্পী ছিলেন রোজী আফসারী। ১৯৭৩ সালে মুক্তি পায় তার ‘তিতাস একটি নদীর নাম’। বাংলা সিনেমা ছাড়াও উর্দু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
রোজী মুক্তিযুদ্ধের ছবি ‘আলোর মিছিল’-এ অভিনয় করেন ১৯৭৪ সালে। ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন তিনি। ২০০৭ সালের ৯ মার্চ তিনি মারা যান রোজী আফসারী ওরফে রোজী সামাদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন