‘প্রথমদিন শুটিং করে বলেছিলাম, আমার দ্বারা হবে না’
স্টেপ আউট করে স্পিনারকে মারা ছয় গ্যালারিতে পৌঁছেছে বহুবার। কখনো বা বাপি বাড়ি যা ম্যাজিকে মুগ্ধ হয়েছেন দর্শক। সেই চেনা পিচ ছেড়ে গত ছয়টি সিজন ধরে দাপটের সঙ্গে ‘দাদাগিরি’র মঞ্চেও ব্যাট করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১০ জুন থেকে শুরু হচ্ছে ‘দাদাগিরি সিজন সেভেন’।
এবারও চেনা মেজাজে দাদা। ‘দাদাগিরি আমার চোখ খুলে দিয়েছে। ২০১৩ সালের পর থেকে খেলার মাঠের উত্তেজনাটা ট্রান্সফার হয়েছে এখানে। এখনো সেটে ঢুকলে একই রকম উত্তেজনা হয়। কত রকম মানুষ আসেন, তাদের কত রকম ট্যালেন্ট। দাদাগিরির সঙ্গে আমার ইমোশনাল কানেকশন’— সাংবাদিক সম্মেলনে হাসিমুখে বললেন সৌরভ।
শুরুর দিনটা কেমন ছিল? সৌরভ শেয়ার করলেন, ‘প্রথমদিন শুটিং করে বাড়ি ফিরে বলেছিলাম, আমার দ্বারা হবে না বোধহয়, এক সপ্তাহ বাদে নতুন লোক নিয়ে নেবে ওরা। সেখান থেকে এত দিনের জার্নি। আনবিলিভেবেল এক্সপিরিয়েন্স।’
নতুন সিজনে কিছু বদল আসছে ‘দাদাগিরি’তে। চ্যানেলের তরফে সম্রাট ঘোষ বললেন, ‘দাদাগিরি এমন একটা অনুষ্ঠান যা পরিবারের সব সদস্যের পছন্দের। সপ্তাহ শেষে পরিবারের সকলকে একসঙ্গে পাওয়া যায়। সে জন্যই এবার টেলিকাস্টের সময়টা চেঞ্জ করা হয়েছে।’
শুধু বদল নয়। সিজন সেভেনের ‘দাদাগিরি’তে রয়েছে কিছু চমকও। শো-এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বললেন, ‘এবারের দাদাগিরিতে প্রাইমারি সিলেকশন রাউন্ড থাকছে না। ২৩টি জেলা তো আছেই। তা ছাড়া গোটা ভারত থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষও অংশগ্রহণ করতে পারবেন। আর এই অনুষ্ঠান শপথ গ্রহণের মাধ্যমে আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে শিখিয়েছে। বাংলার মানুষকে অন্যের জন্য বাঁচতে শিখিয়েছে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন