প্রধান অতিথি শায়খ আহমাদুল্লাহ

প্রথমবার জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আহ্বায়ক ‘সিরাত মাহফীল ইন্তেজামিয়া কমিটি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইস্ উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন। এছাড়াও বক্তব্য পেশ করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. তাজাম্মুল হক ও সহকারি প্রক্টোর ছালেহ উদ্দিন।

মাহফিলে অতিথি ও আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ প্রফেসর মোখতার আহমাদ, শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং ভিক্টরিয়া পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক।

আয়োজকদের মধ্যে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, “পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আদর্শ রাসুলুল্লাহ (স.) এর জীবন পর্যালোচনার জন্য আমরা সিরাত মাহফীল আয়োজন করেছি।বর্তমান সময়ের প্রেক্ষিতে সকলের মাঝে দ্বীনি আদর্শ ছড়িয়ে দিয়ে শান্তির বার্তা পৌঁছানো আমাদের লক্ষ্য। বিগত দিনে ইচ্ছা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে তা করতে পারিনি।মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এবার তা আয়োজন করতে সক্ষম হলাম। ইনশা’আল্লাহ, আগামীতে এই ধারা সুনিপুন ভাবে অব্যাহত থাকবে।”